প্রত্যেক ঈদে পাঞ্জাবি বানানো আর পাঞ্জাবি ডিজাইন নিয়ে ভাবনা ছেলে-পুরুষদের মধ্যে খুব প্রচলিত। এটা একদিকে থেকে যেমন অনেক আনন্দের অন্য দিক থেকে পীড়াদায়ক। কারন পাঞ্জাবি নতুন ডিজাইন বের করা প্রত্যেক বছর সম্ভব হয়ে উঠে না আর তার উপর ছেলেদের পাঞ্জাবি ডিজাইন প্রতিবার মেয়েদের পোষাকের মত বদলায় তাও বলা যাবে না।
সুতরাং বোঝাই যাচ্ছে যে আপনাকে সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হবে যদি আপনি পাঞ্জাবি ডিজাইন নিয়ে খুব উৎসাহ বোধ করেন।
ছেলেদের পাঞ্জাবি ডিজাইন ঠিক যেমনি সবসময় অত্যাধুনিক হয় না অন্যদিকে এই পাঞ্জাবিগুলো ছেলেরা বহুদিন যত্ন করে পরে। আর তাই হতে হয় টেকসই কাপড়ে সেলাই।
আসুন এবার জেনে ণেই কি কি করতে হবে নিজে পাঞ্জাবি ডিজাইন করতে হলে।
ছেলেদের পাঞ্জাবি ডিজাইন
প্রথমত, আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন ম্যাগাজিন আর ওয়েবসাইট ঘাটতে হবে নিত্য নতুন ডিজাইন সম্পর্কে জানতে।
পরবর্তিতে যখন একটা ধারনা হয়ে যাবে যে আপনি আসলে কি চাচ্ছেন, কোন একটা কাপড়ের মার্কেটে যেয়ে ২ গজ কাপড় কিনে নেবেন। তার পরে যদি আপনি বোতামের ব্যাপারে বেশি আগ্রহী হয়ে থাকেন তাহলে পাঞ্জাবি নতুন ডিজাইন হিসেবে আপনি এক সেট বোতাম নিয়ে নিতে পারেন। এটা আপনার পাঞ্জাবিটাকে অন্য সবার থেকে আলাদা করে তুলবে।
আপনি যদি এমব্রয়ডারি করতে চান তাহলে নিকটস্থ দোকান খুজে বের করেন যারা এধরনের কাজ করে থাকে। পছন্দসই একটা ডিজাইন দিয়ে দিন আর এই কাজটা হয়ে গেলে আপনি পাঞ্জাবির কাপড়টা নিয়ে চলে যান কাছের টেইলরিং শপে।
ওখানে অদেরকে সব কিছু বুঝিয়ে দিয়ে আসতে হবে আর দেখিয়ে দিয়ে আসতে হবে পাঞ্জাবি নতুন ডিজাইন।
কিন্তু যদি আপনার পছন্দ অন্যদের থেকে একটু আলাদা হয় তাহলে কলারে আর হাতের কাফ এ ভিন্ন রঙের কাপড় দিয়ে আলাদা সৌন্দর্য নিয়ে আসবে।
আবার সেটা না করে শুধু মাত্র হাতে এ কাজ করাতে পারেন। এই ক্ষেত্রে মনে রাখবেন প্রত্যেক বছর পাঞ্জাবি দেয়া নেয়া একটা গিফট আইডিয়া।