যখনই আপনি কাউকে কিছু গিফট করতে যাবেন, প্রথমেই আপনার মাথায় আসবে কি গিফট করা যায়। হয়ত আপনি ভাবছেন সবাই যেভাবে গিফট করে আপনি তার থেকে একটু অন্য কিছু দিলে মন্দ হয় না।
চট করে মাথায় আসল আপনি একটা গিফট বক্স ম্যানেজ করে গিফট টা কে ভিন্ন মাত্রা দিলে কেমন হয়?
ভালই হয়, চমৎকার খেয়াল। কিন্তু এই বক্স পাবেন কোথায়?
গিফট বক্স কোথায় পাওয়া যায়
গিফট বক্স সাধারনত কোনো পন্য কিনলে তার সাথে পেতে পারেন। কিন্তু তাও হতে হবে নির্দিষ্ট ধরনের পন্য। এই যেমন অলংকার, দামি পাঞ্জাবী।
কিন্তু আপনি চাচ্ছেন পছন্দের গিফট টি একটা বক্সে দিতে। এখন কি করা যেতে পারে?
এক্ষেত্রে বলে রাখা ভালো, ইদানিং ফেসবুকের কল্যানে বেশকিছু পেইজ এ সস্তা গিফট প্যাকেজ কিনতে পাওয়া যায় যার সাথে আপনি পেয়ে যাবেন একটি বক্স।
কিন্তু এই বক্স গুলোর সাথে যেই পন্যটি আসবে, বেশিরভাগ সময়ই তা হয় অনেক নিম্ন মানের। তাই প্রিয়জনের কাছে প্রিয় থাকতে হলে একটু চিন্তা ভাবনা করে কাজ করাই কি উত্তম না?
আপনি চলে যেতে পারেন নামি দামি কোনো ব্যান্ড শপে। সেখানে আপনি বক্স করা ভালো গিফট আইটেম পেয়ে যাবেন। তবে, আপনার এই নির্দিষ্ট সমস্যার সমাধান আছে গিফট করো এর কাছে।
গিফট করো নিয়ে এসেছে আলাদা গিফট বক্স অপশন।
আমাদের অনলাইন শপ থেকে যে কোনো কিছু কেনা কাটা করলেই বিলিং এর সময় আপনাকে অপশন দেয়া হবে যে আপনি এই পন্যের সাথে আলাদা গিফট বক্স বা র্যাপিং পেপার চাচ্ছেন কি না।
যদি তা চেয়ে থাকেন তাহলে সঠিক স্থানের টিক দিয়ে দিন। ছোট একটা চার্জের বিনিময়ে আপনি কিন্তু বিশাল একটি ঝঞ্ঝাট থেকে বেঁচে গেলেন।
পন্যটী এখন আপনার কাংখিত ঠিকানায় পৌছে যাবে যথা সময়ে।
কাগজের বক্স
বেশিরভাগ গিফট বক্স কাগজের তৈরী হয়ে থাকে এবং এই ক্ষেত্রে তা পরিবিশের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে।
তবে, যেকোনো আইটেম যদি আপনি একটি বক্সে ভরে প্রিয়জনকে দিতে পারেন তাহলে পুরো ব্যাপারটি পেতে পারে একটি ভিন্ন মাত্রা।
সর্বশেষ বলা যায় যে, আপনার প্রতি দিনের গিফট করার যেই ইচ্ছা, গিফট করো তা সম্মানের সাথে দেখে এবং আপনাকে সহায়তা করতে গিফট কোরো সর্বদা সচেষ্ট।
সব শেষে বলাই যায় যে কাছের মানুষকে খুশি করতে আমরা প্রতিনিয়ত নতুনত্য খুঁজি। আপনার সেই খোঁজের সাথি হতে পেরে গিফট করো আজ গর্বিত।